
জুলাই৩৬ নিউজ রিপোর্ট। সোমবার, ২১ জুলাই ২০২৫
রাজধানীর মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া যুবদলের তিন নেতাকর্মীর মধ্যে আসিফ শিকদার নামে একজনের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শাহআলী থানাধীন মিরপুর ১ নম্বরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিন নেতাকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন—আসিফ শিকদার, মো. শাকিল ও মো. সাইফুল।
আটকের পরপরই আসিফ শিকদার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত আসিফ শিকদারের পরিবার দাবি করেছে, তাকে গ্রেফতারের সময় গুরুতর নির্যাতন চালানো হয়েছিল, যার ফলেই তার মৃত্যু হয়েছে।
নিহত আসিফ শিকদার ছিলেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একজন সক্রিয় নেতা। তিনি শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং একই ওয়ার্ড যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী ছিলেন।
আটক অন্য দুইজনের মধ্যে মো. শাকিল ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং মো. সাইফুল শাহআলী থানা যুবদলের একজন সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, আসিফ শিকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চাঁদাবাজি ও শাহআলী থানা ঘেরাওয়ের অভিযোগ।
সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলায় তার নাম ৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। ওই মামলায় জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি সম্প্রতি আবার রাজনীতিতে সক্রিয় হন।
নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
তাদের দাবি, “সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতেই এ ধরনের অভিযান ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে।”
এ বিষয়ে যৌথ বাহিনী বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুলাই৩৬ নিউজ এই ঘটনার বিষয়ে শাহআলী থানা ও মিরপুর মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে। নতুন তথ্য পাওয়া মাত্রই পাঠকদের অবগত করা হবে।